নামঃ তানিয়া সুলভানা সুহি, বয়স: ১৪ বছর, পিতা- মোঃ বাবুল, মাতা- রুমা আকতার, গ্রাম- উত্তর ঢেমশা, ৯নং ওয়ার্ড, ৯নং পশ্চিম ঢেমশা ইউনিয়ন, থানা-সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম, শারীরিক বর্ণনাঃ- (ক) উচ্চতা-০৫ ফুট ০২ ইঞ্জি, (খ) গায়ের রং-ফর্সা
সাতকানিয়া থানাধীন ১৫নং ছদাহা ইউপিস্থ ছৈয়দাবাদ দুদু ফকির আহমদিয়া (সিনিয়র) আলিম মাদ্রাসায় ৭ম শ্রেণীতে লেখাপড়া করে।
মেয়েটির মামা মোঃ ইউনুছ বলেন, আমার ভাগনির পিতা-মাতা না থাকায় সে আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে। প্রতি দিনের মত ২১/১২/২০২৩ইং তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকার সময় সে মাদ্রাসায় যায়। একই তারিখ দুপুর অনুমান ০১.৩০ টার সময় মাদ্রাসা থেকে আমার ভাগনি বাড়ীতে ফিরে আসতো। কিন্তু সে বাড়ীতে ফিরে আসে নাই। আমি ঘটনার বিষয়টি অবগত হয়ে তাহার মাদ্রাসার সহপাঠী ও আমার আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজাখুজি করেছি কিন্তু কোন সন্ধান পাওয়া যায়নি।
কোন সহৃদয়বান ব্যক্তি তাকে দেখলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ
মোঃ ইউনুছ, দক্ষিণ ছৈয়দাবাদ, ৫নং ওয়ার্ড, ছদাহা ইউনিয়ন, সাতকানিয়া, চট্রগ্রাম
০১৮৩৪৩৭৭৮৮১(ইউনুছ)
01913340933