বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

কিচেন রুমে বিভিন্ন খাবার দ্রব্যে ওষুধ মিশিয়ে বাড়ি চুরির পরিকল্পনা পরিবারের সকল সদস্য গুরুতর অসুস্থ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

মোঃ তৌহিদ আলম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মন্জু ইসলামের বাড়ি চুরির উদ্দেশ্যে রান্না ঘরে তৈরি করে রাখা শরবত সহ রান্না করার বিভিন্ন দ্রব্যে ওষুধ মিশিয়েছে কিছু দুষ্কৃতিকারী।

তৈরি করে রাখা শরবত পান করে পরিবারের মোট চার সদস্যই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মোঃ মন্জু ইসলামের ছেলে মোঃ মিন্টু মাহমুদ বলেন, আমি অফিসের কাজ শেষ করে বাড়ি এসেছি, বাবা নামাজ আদায় করে মাদ্রাসা থেকে বাড়ি এসেছেন এর পর সারাদিনের ক্লান্তি দুর করতে আমরা প্রতিদিনের মতো শরবত পান করি।

শরবত পান করার পর পরই পরিবারের সদস্যরা একে একে করে অসুস্থ হয়ে পড়েন। এবং শরবত তৈরি করে রাখা জানালার নিচে কিছু ওষুধের সন্ধান পাওয়া গেছে, জানালা খোলা রাখার কারণে দুষ্কৃতীগন শরবতে ওষুধ মিশিয়ে দেয়। সেই শরবত পান করে আমার বাবা সহ পরিবারের সকল সদস্য গুরতর অসুস্থ হয়ে পরি এবং আমার পরিবারের সকল সদস্য এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দুষ্কৃতিকারী যারাই হোক যেহেতু আমরা তাদের সনাক্ত করতে পারিনি সেহেতু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেন এরকম কর্মকাণ্ড পরবর্তী সময়ে কেউ ঘটাতে না পারে।

এবং এই ঘটনাটিকে এলাকাবাসী মর্মাহত ও ন্যক্কারজনক বলে আখ্যায়িত করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102