দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় বগুড়ার কাহালুতে পাজেরো গাড়ি দুর্ঘটনায় আলিফ (২৩) নামের একজন নিহত এবং ওই গাড়িতে থাকা দুই নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যরাতে বগুড়া-কাহালু সংযোগ সড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামের ক্লাব ঘরের পাশে পাকা রাস্তার ওপর। দুর্ঘটনায় নিহত আলিফ বগুড়া শহরের সূত্রাপুর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত আলিফসহ বগুড়া সদর উপজেলা বারোপুর গ্রামের মো. মোস্তফার ছেলে রাসেল (৩৩), মো. ফেরদৌসের ছেলে আতাউর রহমান (২৩), বগুড়া শহরের সূত্রাপুর এলাকার সোহান (৩০), জেলার শিবগঞ্জের স্মৃতি (১৯) এবং সদরের রিতা মনি পপি (২২) দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে মদ্যপ অবস্থায় মিৎসুবিসি পাজেরো গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-১৪-০৩৮৩) নিয়ে কাহালু উপজেলার ওপর দিয়ে বগুড়া শহরে ফিরছিল। এ সময় চালক উল্লেখিত স্থানে গাড়ির নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার দক্ষিণ পাশে একটি গাছের সাথে জোরে ধাক্কা লাগলে গাড়িতে থাকা দুই নারীসহ ছয়জন গুরুতর আহত হয়। এ সময় এদের মধ্যে আলিফ ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাহালু থানার এসআই নাজমুল হক জানান গাড়িতে থাকা যাত্রীরা সবাই মদ্যপ ছিল। তবে দুর্ঘটনা কবলিত পাজেরো গাড়িটি কোন সরকারি প্রতিষ্ঠানের হতে পারে বলে অনুমান করা হচ্ছে। গাড়ির প্রকৃত মালিককে এখনও খুঁজে পাওয়া যায়নি। নারী নিয়ে ফূর্তি করার কারইে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।