বিটিভি চট্টগ্রামের ২৭ বছর পূর্তি অনুষ্ঠানে মান্যবর সিএমপি কমিশনার মহোদয়।
১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম অঞ্চলের মানুষের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষা, বিনোদন ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ চ্যানেল হিসেবে মাত্র দেড় ঘন্টার অনুষ্ঠান নিয়ে বিটিভি চট্টগ্রামের যাত্রা শুরু হয়। আজ ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রি. এই চ্যানেলটির ২৭ বছর পূর্তি।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ, এমপি; চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মো. রেজাউল করিম চৌধুরী এবং মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়।
এছাড়াও অনুষ্ঠানটিতে বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।