বগুড়ার আদমদীঘি উপজেলার গরু চুরির প্রবনতা বাড়ছে। গত
কয়েক দিনে উন্নতজাতের তিনটি গর্ভবতি গাভী গরু চুরি ও চুরি করে পালানোর সময় জনতা
৬টি গরু উদ্ধার করে। গরু চুরির প্রবনতায় কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে পাহারা
শুরু করেছেন। জানাযায, গত শনিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘির মুরইল তালুকদারপাড়ার মাসুনুর রশিদ তালুকদারের সাওাইল সড়কের তার তেলের মিলের পাশে গোয়াল ঘর থেকে চোরেরা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি উনত্নজাতের গর্ভবর্তি গাভী গরু চুরি করে নিয়ে যায়। এর কয়েক দিন
পূর্বে শিয়ালশন গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুল গফুরের চাতাল সংলগ্ন গোয়াল ঘর থেকে
বিদেশী জাতের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের একটি গর্ভবর্তি গাভী গরু ও আদমদীঘি সদরের
উপজেলার সামনে থেকে হোটেল ব্যবসায়ী মকবুল হোসেনেরও একটি উন্নতজাতের গর্ভবর্তি
গাভী গরু চুরি যায়। এ ছাড়া উপজেলার সালগ্রাম মঙ্গলপুর গ্রাম থেকে গরু চুরি করে
পালানোর সময় জনতার ধাওয়ার মুখে পৃথক বাছুর গরু সহ ৬টি গরু মাঠে ছেড়ে চোরেরা
পালিয়ে যায়। উপজেলায় গরু চুরির প্রবনতা বাড়াই কৃষকরা দিশেহারা হয়ে অনেকেই রাত জেগে
গোয়াল ঘর পাহারা দিতে শুরু করেছে। মকবুল হোসেন জানান, তিনি অনেক কষ্টে গরু লালন পালন
করছিলেন।কিন্ত চোরেরা তার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।