বগুড়ার আদমদীঘিতে আলিমা বেগম (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে কৌশলে হত্যা করা হয়েছে, এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গৃহবধূ সাওইল দীঘিরপাড় এলাকার শাকিল আহম্মেদের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে আদমদীঘি উপজেলার সাওইল দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ আলিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান. সাওইল দীঘিরপাড় এলাকার শাকিল আহম্মেদের সাথে পঞ্চগড় জেলার বোদা সদরের শেখপাড়ার আলম বাদশার মেয়ে আলিমা বেগমের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি সন্তান রয়েছে। বিয়ের পর তাদের মাঝে মধ্যে পারিবারিক কলহ চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতের খাবার পর সন্তানসহ স্বামী শাকিল আহম্মেদ ও স্ত্রী আলিমা বেগম ঘুমিয়ে পড়ে। ভোর রাতে শয়ন ঘরের আড়ার সাথে স্ত্রী আলিমা বেগম গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্য করেছে মর্মে প্রতিবেশির সহযোগীতায় তার মরদেহ নামিয়ে রাখা হয়। পরদিন আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে আদমদীঘি থানায় খবর দিলে পুলিশ এই মৃত্যুটি রহস্যজনক মনে করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় মৃত আলিমার বেগমের মামা মোস্তাাকিন আহম্মেদের দাবী তার ভাগিনী আলিমা বেগমকে কৌশলে হতা করা হয়েছে। ঘটনার তদন্তকারি উপ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন সুরৎহাল রির্পোটে মৃত গৃহবধুর গলায় কালো চিহ্ন দেখা যায়।