বাগেরহাটে বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে Climate Citizen Journalism বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বাগেরহাটের বেসরকারি এনজিও প্রতিষ্ঠান বাঁধন মানব উন্নয়ন সংস্থার নতুন ভবনের কনফারেন্স রুমে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় Climate Citizen Journalism বিষয়ক দিনব্যাপী আলোচনা ও প্রশিক্ষণ কর্মশালা সোমবার (৬ই নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে দিনব্যাপী Climate Citizen Journalism বিষয়ক কর্মশালায় ইয়ুথ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন বাঁধনের প্রজেক্ট কর্ডিনেটর ও আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, মনিটরিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ বাঁধনের কর্মকর্তা-কর্মচারী ও কো-ভলেন্টিয়ারবৃন্দ।
প্রশিক্ষণের শুরুতে সকলে নিজেদের পরিচয় তুলে ধরেন। এরপর প্রশিক্ষণের মূল কার্যক্রম পরিচালনা করেন বাঁধনের নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন। তিনি সকল ইয়ুথদের মাঝে সাংবাদিকতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এই মহান পেশায় নিজেকে গড়ে তুলতে যে যে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং এ পেশায় যেসব চ্যালেঞ্জ সমূহ রয়েছে তা নিয়ে আলোচনা করেন।
বর্তমান জলবায়ু বিষয়ক সকল তথ্য ইয়ুথ সদস্যদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে নির্দেশনা প্রদান করেন। জলবায়ু পরিস্থিতির কারণে মংলা-রামপালের মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই জলবায়ু বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে তারা এই জলবায়ুর সমস্যা মোকাবেলা করতে পারে।
বাগেরহাট সদর, রামপাল, মংলা ও মোড়েলগঞ্জ উপজেলার ১৮ জন ইয়ুথ সদস্য এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।