মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হওয়ায় তাঁর সুস্থ্যতা কামনায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আক্তার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, বিরল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দসহ আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগন দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
এ ছাড়াও বিরল পৌরসভাধীন সকল জামে মসজিদে বাদ জুম্মা এবং উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগের স্ব-স্ব কার্যালয়ে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।