সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :

বগুড়ায় সাংবাদিকের উপর হামলা। 

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
বগুড়ায় সাংবাদিকের উপর হামলা। 
বগুড়ায় বিএনপি’র ডাকা সকাল থেকে সন্ধা পর্যন্ত  হরতালের খবর সংগ্রহ ও সরাসরি প্রচার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একজন সংবাদকর্মী। তিনি বগুড়ার দৈনিক করতোয়ার অনলাইন রিপোর্টার রাহাতুল আলম।
জানা গেছে আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া খেলাঘর এলাকার সামনে, শিকার হন এই সংবাদকর্মী। এই হামলায় আরও বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।
জানা যায় যে বগুড়ায় সকাল ১১টার আগ থেকেই ওই এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, হরতাল সমর্থককারীরা  পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করলে পুশিল পাল্টা জবাবে, রাবার বুলেট ছোড়েন। এমন পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে,  দৈনিক করতোয়ার অনলাইন নিউজ পোর্টালে সরাসরি প্রচার করছিলেন রিপোর্টার রাহাতুল আলম। ওই ঘটনার লাইভ চলাকালীন সময়ে  ক্যামেরায় হাত দিয়ে লাইভ বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এরপর কয়েকজন অতর্কিত তার ওপর হামলা চালিয়ে তাকে কিল, ঘুষি ও লাথি মারে এবং মাথায় লাঠি দিয়ে আঘাত, করে তবে হেলমেট থাকায় তিনি রক্ষা পান। এসময় তার প্রতিষ্ঠানের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিচিত কয়েকজনের সহযোগিতায় তিনি ঘটনাস্থল থেকে নিরাপদে সরে আসেন।
বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন। বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমদে খান রুবেল গণমাধ্যম কর্মীদের জানান, সাংবাদিক রাহাতুল আলমের ওপর হামলাকারীরা বিএনপি কর্মী নন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102