ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাস্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত, নৃশংস হত্যাযজ্ঞ, ও গণহত্যা বন্ধের দাবিতে ভূঞাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও র্যালির আয়োজন করেছে গোবিন্দাসী ইউনিয়ন ইমাম – মুয়াজ্জিন পরিষদ ও সর্বস্তরের তাওহীদি জনতা।
শুক্রবার (২৭ অক্টোবর) জুমা’র নামাজ আদায়ের পর বিক্ষোভের শুরুতে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুসল্লিরা সমবেত হন।এরপর গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের মাঠ হতে র্যালি বের হয়ে ভূঞাপুর – গোবিন্দাসী সড়ক হয়ে গোবিন্দাসী বাজারের মধ্যে দিয়ে গোবিন্দাসী ত্রি সড়ক এ গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতন বন্ধের দাবিতে বিভিন্ন ব্যানার ফেস্টুন, প্ল্যাকার্ড ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র প্রতিকৃতির গলায় জুতার মালা পড়িয়ে বিক্ষোভ মিছিল ও পরে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। এসময় বক্তারা বলেন- ফিলিস্তিনির মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। ইহুদিরা অন্যায়ভাবে শিশু থেকে সকল বয়সি মানুষকে নির্যাতন করছে ও নির্বিচারে গণহত্যা করছে । তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে না পারলেও রাস্তায় নেমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি শহিদুল ইসলাম, ও ৪ নং গোবিন্দাসী ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মো : দুলাল হোসেন চকদার।
বিক্ষোভ মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দাসী ইউনিয়ন ইমাম – মুয়াজ্জিন পরিষদ এর সভাপতি ও গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের হেড মওলানা হযরত মওলানা মো: শহিদুল ইসলাম।