মুন্সীগঞ্জের দুই সাংবাদিকে হালদার গ্রুপ থেকে সম্মানানা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার (১০ ই অক্টোবর) সন্ধ্যায় ৬টার দিকে হালদার গ্রুপের হেড অফিসে এক জাঁকজমক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিশেষ কর্মক্ষেত্রের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে দুই সাংবাদিকে।
তারা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার
মুন্সীগঞ্জ প্রতিনিধি মো. আনিছুর রহমান রলিন ও দৈনিক আলোকিত সকাল মুন্সীগঞ্জ প্রতিনিধি লিটন মাহমুদ।
এসময় দুই সাংবাদিক বলেন, তরুণ ব্যবসায়ী হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার সমাজের প্রতিটা ক্ষেত্রে ই জনপ্রিয়তা অর্জন করছে ,যেমন শিক্ষা, বাল্যবিবাহ, মাদক নির্মূল, খেলাধুলা, সামাজিক উন্নয়ন ইত্যাদি । সাংবাদিকরা যেন বস্তুনিষ্ঠু সংবাদ প্রচার করে। আমরা হালদার গ্রুপের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদেরকে সম্মাননা স্মারক দেওয়া জন।
হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার বলেন , সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তাদের সম্মান করা দেশ, জাতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি । তাই এ বছর আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করছি। তারা যেন দেশের সত্য তথ্য সংবাদের মাধ্যমে তুলে ধরতে পারে। তাহলে দেশের উন্নয়ন হবে।