গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণি সম্পদ বিভাগের মনোহরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্ধোগে একদুয়ারিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে গবাদি পশু ছাগল পালন ও চিকিৎসা বিষয়ক টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন একদুয়ারিয়া ইউনিয়নের ডায়নামিক চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক, তিনি এ সময় উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন। তিনি আরো বলেন এই ধরনের গবাদি পশুকে টিকাদান ক্যাম্পেইন। অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড পর্যায়ে চলছে,,, সকল প্রকার গবাদি পশু ছাগল,গরু সহ সকল কে এই সেবা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি,,জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানবতার নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশের পথচলা, ইনশাআল্লাহ এগিয়ে যাবে বাংলাদেশ।
এ সময় তার উপস্থিতিতে গরু, ছাগল, ভেড়া কে টিক্কা প্রদান করেন প্রাণী সম্পদ বিভাগের কমকর্তা।