জয়পুরহাটে ইন্টার্ন নার্স মিডওয়াইফদের কর্মবিরতি।
জয়পুরহাটে ইন্টার্ন ভাতা আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারির নার্সরা।
সোমবার (২ অক্টোবর) বেলা ১১ টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা।
নার্সরা বলেন , লগবুকে ভাতার কথা উল্লেখ থাকলেও আমাদের বঞ্চিত করা হচ্ছে। সিনিয়র নার্সরা যেভাবে ডিউটি করেন আমরাও সেভাবে ডিউটি করি। তবুও আমরা ইন্টার্ন ভাতা পাই না।
আমাদের কোনো হোস্টেলের সুবিধা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচসহ সব মিলিয়ে কমপক্ষে ৮-১০ হাজার টাকা খরচ হয়।
ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
কর্মবিরতিতে বক্তব্য দেন ইন্টান নার্স ওসমান গনি রাফি, আবু মুসা রাকিব, ফারজানা ইয়াসমিন,তাসফিয়া তাবাসসুম, রিপা এক্কা, ও রাকিবুল ইসলাম পল্লব।