পরীমনি শনিবার ফেইসবুকে লিখেছেন, “এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল-এ। আল্লাহ বাঁচাইছে।”
নাম উল্লেখ না করলেও এই পোস্টটি পরী তার সাবেক স্বামী শরিফুল রাজকে ইঙ্গিত করে দিয়েছেন বলেই মনে করছেন অনেকে।
শুক্রবার রাতে ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লীগে (সিসিএল) মারামারির ঘটনা ঘটে। সেই মারামারিতে রাজ জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের সঙ্গে আরেক নির্মাতা দীপংকর দীপনের দলের খেলা ছিল। খেলা শেষে এক পক্ষ, অন্য পক্ষের খেলোয়াড়দের নিয়ে কটাক্ষ করে মন্তব্য করলে মারামারি বেঁধে যায়।
মোস্তফা কামাল রাজও মারামারিতে অংশ নেন বলে অভিযোগ উঠেছে। নবাগত চিত্রনায়িকা রাজ রিপা সাংবাদিকদের বলেন, “আমাকে ঘুষি মেরেছে। পানির বোতল ছুড়ে মেরেছে। এর মাঝে মোস্তফা কামাল রাজ আবার বলতেছে, খুন করবে। শরিফুল রাজ ও মোস্তফা কামাল রাজ মদ্যপ অবস্থায় ছিল।” শরিফুল রাজ ব্যাট নিয়ে মারতে এসেছেন বলেও অভিযোগ করেন রিপা।
এমন অভিযোগের পর পরীমনির ফেইসবুক পোস্ট দৃশ্যত শরিফুল রাজের দিকেই ইঙ্গিত করে।
পরীমনির ফেইসবুক পোস্টটি রিপা তার ওয়ালে শেয়ার করে লেখেন, “পরী মণি আপু, আপনি মাঠে আসেন নাই সত্যিই বুদ্ধিমানের মতো কাজ করছেন।”
রাজের সঙ্গে আর সংসার না করার সিদ্ধান্ত নিয়ে পরীমনি সম্প্রতি তালাকের চিঠি পাঠান।