ইবির শেখ হাসিনা হল কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষনা।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফিয়া হক এবং একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নৌশিন সাইয়ারা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সামন্নাহার শাম্মী ও হামিদা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক নৌশিন তাসনিয়া অর্নি, সাংগঠনিক সম্পাদক কুররাতুল আইন, দাপ্তরিক সম্পাদক অর্থ সম্পাদ হাসনা হেনা, অর্থ সম্পাদক সাজিয়া তাসনিম আপন, উপ-অর্থ সম্পাদক মনিরা বিথী, প্রচার সম্পাদক তাসনিম হাকিম প্রিয়া, উপ-প্রচার সম্পাদক শাপলা খাতুন, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক বিজিতা আবৃত্তি, উপ-ইভেন্ট-ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক সাদিয়া ফাতেমা মেঘলা, সাংস্কৃতি-বিষয়ক সম্পাদক কাকন সরকার, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, কার্যনিবাহী সদস্য আফসানা জামান তিনা, আরিফা সেতু, জান্নাতুল তামান্না, শারমিন শিলা।