সুনামগঞ্জের মধ্যনগরে শিক্ষার্থীদের সাঁতার শিখতে উদ্বুদ্ধকরণে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর দেড়টায় মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, মধ্যনগর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকি রাণী তালুকদার। পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে লাইফ জ্যাকেট এবং ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ করা হয়।