চট্টগ্রাম মহসিন স্কুলের ছাত্র নিখোঁজর হওয়ার দুইদিন পর উদ্ধার।
চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র হৃদয় বড়ুয়া আজ বুধবার(২০ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে নিজ বাসার গেইটের সামনে সুস্থ অবস্থায় পাওয়া যায়।
তার বাবা ছুটন বড়ুয়া জানায়, বুধবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪.৩০ মিনিটে তাদের নিজ বাসার গেইটের সামনে সুস্থ অবস্থায় পাওয়া যায়।
জানা যায়, চট্টগ্রাম চকবাজার এলাকায় অবস্থিত-মতি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ছোটন বড়ুয়ার বড় ছেলে ১নং জয়নগরের বাসিন্দা এবং চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র হৃদয় বড়ুয়া ১৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টেশ্বরী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল।
তার বাবা ছুটন বড়ুয়া আরো বলেন ছেলের একটা সাইকেল ছিল আমাকে না জানিয়ে সাইকেলটা বাসার নিচে একটা দোকানে ৩৫০০ টাকা দিয়ে সাইকেলটা বিক্রি করে আর বাসায় ফিরে আসেনি। সে ঐটাকা নিয়ে বন্ধুদের নিয়ে বেড়াতে চলে যায়। ঐদিকে তার চিন্তায় মা-বাবা সহ সকলেই বিভিন্ন জায়গায় খোজাখুজি করলো, থানায় সাধারণ ডাইরি করলো শেষমেষ নিজেই বাসায় চলে আসলো। মা-বাবারও উচিত ছেলে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে কথা বলছে খোজ করব নেয়া। সকল অভিভাবকদের আরো সচেতন হতে হবে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে তার বাবা ছুটন বড়ুয়া নিজেই।