মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

১৫ হাজার কৃষকের জন্য সার বীজ বিতরণ।

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
রাউজানের ১৫ হাজার কৃষকের জন্য সার বীজ বিতরণ করলে রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী।
রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী কৃষকদের দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি উল্লেখ করে বলেছেন শেখ হাসিনা সরকার কৃষকদের চাষাবাদের জন্য সব ধরণের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।
প্রতি বছর তাদের জন্য দিচ্ছেন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ভুতুকি মূল্যে নতুন নতুন যন্ত্রপাতি, বিনামুল্যে সার, উন্নতমানে বীজ।  রাউজান উপজেলা কৃষিবিভাগের আয়োজনে উপজেলার ১৫ হাজার কৃষকের মাঝে সার বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি সমবেত কৃষকদের উদেশ্যে বলেন কৃষি খাতের সমৃদ্ধি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে।
উপজেলা প্রাঙ্গনে আয়োজিত এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, সরোয়ার্দ্দি সিকদার,আব্বাস উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আরিফ, প্রিয়োতোষ চৌধুরী, নিজাম উদ্দিন আহমদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা আলমগীর আলী, জিয়াউল হক সুমন, আলী আজগর চৌধুরী, তসলিম উদ্দিন প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102