জনি আহমেদ, চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাদেমাজুতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১২ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৭ সাতটার দিকে ওই গাছ থেকে আনুমানিক ৩০ বছরের যুবক হবে ধারণা করেছে স্থানীয়রা।
জানা যায়, জেলার আলমডাঙ্গা উপজেলার আটকপাটের অদূরবর্তী মাঠে কাজ করতে যান অনেক চাষীই। সকালে সেসময় অন্যচাষীরা বাদেমাজু গ্রামের আটকপাটের অদূরবর্তী মুনতাজ ফকিরের মাঠের জমির উপর একটি গাছে ওই অজ্ঞাতনামা যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আলমডাঙ্গা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ থেকে লাশটিকে নামিয়ে থানায় নিয়ে আসা হয়।
ওই অজ্ঞাত যুবককে কিছু দিয়ে মাথার পিছনে আঘাত করে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান পুলিশ।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, অজ্ঞাত যুবককের সন্ধান পাওয়া যায়নি। আমাদের কাছে মনে হয়েছে যুবককে ভারি কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে এবং তার মাথায় আঘাতের চিহ্নও রয়েছে।
যুবকের পরিচয় পাওয়া গেলে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ওসি জানান।
যুবকের লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।