জনগণের আকাঙ্ক্ষাকে সক্রিয় ও সম্মিলিত আন্দোলনে পরিণত করে বাংলাদেশেকে ফ্যাসিবাদী অপশক্তির কবল থেকে মুক্ত করতে হবেঃ শাহজাহান।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে নিষ্পেষিত। নাগরিকদের সকল ধরনের অধিকার আজ বাকশালের প্রেতাত্মা ফ্যাসিবাদীদের হাতে লুণ্ঠিত হচ্ছে। রাজনৈতিক অধিকার সভা-সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। ধর্মীয় অধিকার জানাযা পড়তে দেওয়া হচ্ছে না। কথা বলার অধিকার কেড়ে নিয়ে প্রতিবাদী কণ্ঠগুলোকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অন্তরিন করা হচ্ছে। এমন শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ উন্মুখ হয়ে আছে। জনগণের এই আকাঙ্ক্ষা যদি সক্রিয় ও সম্মিলিত আন্দোলনে পরিণত করা যায়, বাংলাদেশের মুক্তি অতি সন্নিকটে, ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জননেতা মুহাম্মদ শাহজাহান এ কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, শ্রমিকজনতা হচ্ছে একটি দেশের অর্থনীতির জন্য প্রাণস্বরূপ। সুতরাং শ্রমিকদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে বিপুল শক্তিতে পরিণত হয়। এই শক্তিকে ইতিবাচক দিকে প্রবাহিত করতে হবে। ইসলামের পক্ষে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ইসলামের পক্ষে, দেশ ও জনতার কল্যাণের পক্ষে যদি শ্রমিকদের ঐক্যবদ্ধ করা যায়, তাহলে আমরা যেকোনো অপশক্তিকে মোকাবিলা করতে পারব।
বিশেষ অতিথি লস্কর মুহাম্মদ তসলিম বলেন, ইসলামি আদর্শের ধারক ও বাহক হিসেবে আমাদের অবশ্যই আল্লাহর কালাম আল কুরআনের সাথে সম্পর্ক নিবিড় করতে হবে। রাসূলুল্লাহ সা.-এর সুন্নাহকে অনুসরণ করতে হবে। ফেডারেশনের সকল নেতাকর্মীকে ভালো পাঠক হতে হবে। যেসকল শ্রমিক জনশক্তি পড়তে পারেন না, তাদের ভালো শ্রোতা হতে হবে। কেননা, আমরা যে আদর্শকে ধারণ করি, সেই আদর্শ আল ইসলামের প্রথম বাণী ছিল ‘ইকরা’ তথা পড়ো।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, দেশ গড়ার কাজে শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের বিনিয়োগ অপরিসীম। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও প্রয়োজনের মুহূর্তে শ্রমিকজনতা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। আজকেও দেশের প্রয়োজনীয় মুহূর্তে শ্রমিকজনতা জেগে উঠবে। আমাদের প্রিয় বাংলাদেশ আজকে একটি সময়সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সামনের কয়েকটি মাস বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণী সময়। এই সময়ে শ্রমিকজনতা অবশ্যই ভাতের ও ভোটের অধিকার নিশ্চিত করার জন্য জোরালো ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি নাজির হোসেন ও আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও এম আজিজ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এম আসাদ, অর্থ সম্পাদক মুহাম্মদ নুরুন্নবী, অফিস সম্পাদক স ম শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল আলম মজুমদার, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, আইন-আদালত সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর থানা ও সেক্টর নেতৃবৃন্দ।