টাঙ্গাইলের ভূঞাপুরে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার।
গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সুলতানা সুরাইয়া (৬৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
নিহত ব্যাক্তি ভূঞাপুর পৌরসভার পশ্চিম ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুর রহিম আকন্দের স্ত্রী। নিহতের বিষয়টি নিশ্চিত করেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ ।
নিহতের ছেলে ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দ বলেন, মা একাই থাকতেন বাড়িতে। কারও সাথে কোনও শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ বলেন, রাতে নিহতের ছেলে ফোন করে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য জানাযাবে বলে যানান।