বগুড়া জেলা কমিটিতে পদ পাওয়ায় আদমদীঘিতে বিএনপির পাঁচ নেতাকে সংবর্ধনা।
জেলা বিএনপিতে পদ পাওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার পাঁচ নেতাকে সংবর্ধনা দেওয়া
হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মুরইল বাজার এলাকায় নসরতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সংবর্ধনা ও চার শতাধীক মোটরসাইকেলের একটি শোডাউনের আয়োজন করা হয়। সংবর্ধনা পাওয়া নেতারা হলেন- বগুড়া জেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান, উপদেষ্টা ফিরোজ মো. কামরুল হাসান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, ক্ষুদ্র ঋণ
বিষয়ক সহ সম্পাদক মামুন-উর রশীদ মামুন, স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শফিকুল
ইসলাম খাঁন লিখন। সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাজেদুর রহমান এঞ্জেল, মকলেছুর রহমান, মিজানুর রহমান তালুকদার জুয়েল, নসরতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক
সম্পাদক এসএম সুলতান মাহমুদ চঞ্চল, সিনিয়র সহ সভাপতি আপেল মাহমুদ, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক শিহাব চৌধুরী, যুবদল নেতা মাহাফুজুর রহমান লিটন, শাহজালাল মাহমুদ চপল, মাসুদ রানা, তৌহিদুল ইসলাম, সাগর হোসেন, তামিম হোসেন, নজরুল ইসলাম, রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল
আমীন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, ফিরোজ হায়দার পিন্টু, ওমর
আলী বাবু, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা বাপ্পি হাসান রাহুল, সোহান, জাহিদ হাসান, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, কৃষক দলের সদস্য সচিব আবু রায়হান, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, কৃষক দল নেতা রুবেল হোসেন,
আব্দুল কুদ্দুস, বেলাল হোসেন প্রমুখ।
উচ্ছাসিত নেতাকর্মীরা পদ পাওয়া নেতাদের ফুল দিয়ে সংবর্ধণা দিয়ে চার শতাধীক
মোটরসাইকেল নিয়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি শোডাউন দেন।