ফুলেল শুভেচ্ছায় নবীনদের স্বাগত জানালো ইবির বাগেরহাট জেলা কল্যাণ।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন-বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ সংলগ্ন পেয়ারা তলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির উপদেষ্টা ড. ওবায়দুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মহিউদ্দিন হাওলাদার।
এসময় সংগঠনটির পক্ষ থেকে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ফুল, কলম, ফাইল এবং খাতা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে নবীনদের মধ্য থেকে কয়েকজন তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির একটি গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে। সেই ঐতিহ্যকে ধারণ করার জন্য আজকে এই ছোট্ট আয়োজন। জেলা কল্যাণের মাধ্যমে যেমনিভাবে একে অপরের সাথে পরিচিত হওয়া যায় ঠিক তেমনি সুখে-দুঃখে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর সুযোগ হয়।
সংগঠনটির সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, জেলা কল্যাণ আমাদের আবেগ ও ভালোবাসা জায়গা। এ সংগঠনের মাধ্যমে একে অপরের সহযোগিতা করে করার পাশাপাশি বিপদে-আপদে সুখে দুখে পাশে দাঁড়াতে হবে। নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে সকলে একত্রে চড়ুইভাতির আয়োজন করেন।