রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরিক্ষার ফল প্রকাশ।
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরিক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২.০০ টায় বিদ্যালয় অডিটরিয়মে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শামীম আরা খানমের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রবিউল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আওরঙ্গজেব ছোট, সহকারী শিক্ষক সন্ধ্যা রানী মন্ডল, শিপ্রা রানী সাহা, মোঃ হাদীউজ্জামান, খোকন কুমার ঘোষ, নাহিদা খানম, রেহানা খানমসহ শিক্ষক, শিক্ষিকা কর্মচারী ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে রেজাল্ট শিট তুলে দেন এবং অর্ধবার্ষিক পরিক্ষার ফল সন্তোষজনক হয়েছে বলে শিক্ষকদের ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের সকলকে ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করার জন্য উৎসাহ দেন।