ডেঙ্গু প্রতিরোধে রাউজান উপজেলা যুবলীগের উদ্যোগে পাঁচ শতাধিক মশারী বিতরণ।
রাউজানের ফকির হাট বাজার ও মুন্সিঘাটা এলাকায় রাউজান উপজেলা যুবলীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক ফগার মেশিনে স্প্রে ছিটানো, সচেতনা মূলক লিফলেট বিতরণ ও মশারী বিতরণ মূলক কর্মসূচি পালন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল এর নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোঃ নাছের, যুবলীগ নেতা রাশেদুল আলম, তপন দে, মাসুদুল আলম, জসিম উদ্দিন মুন্না, জিয়াউল হক রোকন, জাহেদুল জাহেদ, হাসান মুরাদ রাজু, আসাদ হোসেন, সাজ্জাদ মাহমুদ, সরোয়ার হোসেন আজাদ, আমির সিকদার আজাদ, মোঃ এরশাদ, আনোয়ারুল মোস্তফা ইমরান, সাবের হোসেন, কামরুল ইসলাম বাচ্ছু, দিদারুল আলম, আকতার চৌধুরী, নাছির উদ্দীন, তানবীর চৌধুরী, লোকমান আনচারী, মোহাম্মদ রায়হান সহ আরো অনেকে।
মেয়র জমির উদ্দিন পারভেজ জানান, রাউজানের অভিবাবক এবিএম ফজলে করিম চৌধুরী নিদের্শনায় রাউজান উপজেলা যুবলীগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনা মূলক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি ইউনিয়নে যুবলীগের নেতাকর্মীরা কাজ করছেন। সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেল জানান, কর্মসূচির প্রথম দিনে পাঁচ শতাধিক মশারী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ১৪ ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হবে।