জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে কোনো আসন ভাগাভাগির আলোচনা করেনি বলে জানিয়েছেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৩১ মে) ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান।
সম্প্রতি একটি টকশোতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দাবি করেন, এনসিপি পর্দার আড়ালে বিএনপির সঙ্গে ৫০-৭০টি আসনে সমঝোতায় পৌঁছেছে। এ দাবিকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” আখ্যা দিয়ে হাসনাত বলেন, এনসিপি কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করেনি।
তিনি বলেন, এনসিপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। প্রশাসনিক ও মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হওয়া উচিত। দলটি ক্ষমতার সিঁড়ি হিসেবে নয়, বরং গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবেই নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে চায়।
সবশেষে তিনি বিভ্রান্তি না ছড়িয়ে রোডম্যাপভিত্তিক সংস্কারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।