চট্টগ্রাম মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।
আজ (১১ সেপ্টেম্বর) সোমবার চট্টগ্রাম মহা নগরীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহঃ) জানাজায় বাঁধা, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,সুষ্ঠু নির্বাচন, নেতৃবৃন্দের মুক্তি ও সারাদেশে নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরী।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।আরো উপস্থিত ছিলেন মহানগর ও থানা নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, এই সরকার নিশিরাতের নির্বাচনবিহীন ফ্যাসিবাদী, অবৈধ, সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার। গণবিস্ফোরণের ভয়ে এই সরকার আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহঃ) জানাজায় বাঁধা দিয়েছে।
এই সরকারকে পালাতে হবে। কেয়ারটেকার সরকার গঠন করতেই হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনসমর্থনপুষ্ট সরকার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, সরকার অপশাসন, দুঃশাসন ও গণতন্ত্র হত্যার কারণে গণবিচ্ছিন্ন হয়ে এখন রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে রাজনীতি নিয়ন্ত্রণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা চলমান গণআন্দোলন ও কেয়ারটেকার সরকারের গণদাবি পাশ কাটিয়ে দলীয় সরকারের অধীনে তামাশা ও ভাঁওতাবাজির নির্বাচনের মাধ্যমে নতুন করে ক্ষমতা কুক্ষিগত করতে চায়।
কিন্তু জনগণ তাদের সে স্বপ্নবিলাস ও ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না।
তিনি অবিলম্বে চট্টগ্রামসহ সারা দেশে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।