পুঠিয়া, দুর্গাপুরের সাবেক এমপির মেয়ে মুনির এমপি মনোনয়ন প্রত্যাশী, নৌকার প্রচারণা।
দেশ ও এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এর সুযোগ্য কন্যা ও বিশিষ্ট নারী উদ্যোক্তা তানজিমা সারমিন মুনির মতবিনিময়, পথসভা ও নৌকার পক্ষে প্রচারণা করেন।এতে করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া দেখা যায়। এছাড়াও মনোনয়ন পেলে পুঠিয়া দুর্গাপুর কে ঢেলে সাজাতে চান তিনি।
পাশাপাশি পুঠিয়া দুর্গাপুরে যে আওয়ামী লীগের মধ্যে বিভেদ রয়েছে, তা নিরসন করে নৌকার পক্ষে কাজ করার কথাও ব্যক্ত করেন তিনি। রবিবার (১০সেপ্টেম্বর) বিকেলের দিকে পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি তানজিমা সারমিন মুনি, নেতাকর্মীর সঙ্গে নিয়ে দুর্গাপুর উপজেলা থেকে, পুঠিয়া এলাকার উদ্দেশ্যে বের হয়ে, বেলপুকুর নামক স্থান থেকে নৌকার পক্ষে উন্নয়ন প্রচারণা, ও পথসভা শুরু করেন।
এ সময় তিনি বেলপুকুর, বানেশ্বর, শিবপুর, বিড়ালদহ, মাইপাড়া, তারাপুর, পুঠিয়া সদর এলাকা এবং সেখান থেকে নিমতলা, ধোপাপাড়া, নওপাড়া ধোকড়াকুল নামক এলাকা হয়ে সন্ধ্যার পরে উপজেলার বিভিন্ন স্থানে ঢুকে তৃণমূল আওয়ামী লীগ এর নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। পাশাপাশি নৌকার পক্ষে প্রচারণা ও উন্নয়ন তুলে ধরে সাধারন মানুষের মাঝে।
এ সময় তানজিমা শারমিন মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গেছে। বিশ্বের বুকে দাঁড় করে রেখেছেন সম্মানের সাথে। আমার পিতা সারা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করে গেছেন। যা কিছু করেছেন শুধু মানুষের জন্য করে গেছেন, নিজের জন্য কিছুই করেননি। আমার পিতার মতো, আমিও চাই এই পুঠিয়া-দুর্গাপুরের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। করতে চাই মানুষের ভাগ্য পরিবর্তন।
আমাকে নমিনেশন দেওয়া হোক বা না হোক, আমি নৌকার পক্ষেই কাজ করে যাব। আশা করি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়ে এই অবহেলিত এলাকার উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দেবেন। এ সময় তানজিমা শারমিন মনির সাথে ছিলেন, পুঠিয়া ও দুর্গাপুর এলাকার বহু সাবেক ও বর্তমান আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।