বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে উপজেলা-থানা দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে উপজেলা-থানা দায়িত্বশীলদের শিক্ষাশিবির অনুষ্ঠিত।
“দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে”
-অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন,দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত উপজেলা-থানা দায়িত্বশীলদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম।
ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনতিবিলম্বে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এমতাবস্থায় কেয়ারটেকার সরকারের মাধ্যমে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী উচ্চ আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেলে নিবন্ধন ফিরে পাবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে যে বিবেক দিয়েছেন কোনো অবস্থাতেই আমরা তার বিরুদ্ধাচরণ করবো না। আমরা ইসলামের যেটুকু ইলম অর্জন করেছি, তা যেন যথাযথভাবে ব্যক্তিজীবনে আমরা আমল করতে পারি। কোনো অবস্থাতেই যেন আমাদের ইলম ও আমল পরস্পর বিপরীত না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সাঃ) কে পূর্ণ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। সুন্দর ও সোনালী সমাজ বিনির্মাণে জামায়াতের সকল জনশক্তিকে শিরক ও বিদায়াত মুক্ত জীবন গঠন করতে হবে। আজ দেশ-বিদেশে আল্লামা সাঈদীর কোটি কোটি ভক্ত সৃষ্টি হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত আমীরে জামায়াত বলেন, তাফসির মাহফিলের মাধ্যমে মানুষকে আল্লাহর আইনের পথে উদ্বুদ্ধ করেছেন বলেই আল্লামা সাঈদীর ভক্ত বেড়েছে। আল্লামা সাঈদী অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। ছোট-বড় সবাইকে আগে সালাম দিতেন। সকলের সাথে হাসিমুখে কথা বলতেন। তিনি সামাজিক কাজ করতেন, মুক্তহস্তে দান করতেন।
সভায় ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন,ইসলাম বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জামায়াতের দায়িত্বশীলদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ইসলামকে বিজয়ী করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। সংগঠনের লক্ষ্যকে নিজের লক্ষ্য হিসেবে নিতে হবে। সকল জনশক্তিকে চিন্তার ঐক্য, ভারসাম্যপূর্ণ মেজাজ, আস্থা ও বিশ্বাসে মজবুতি এবং চিন্তার পরিশুদ্ধি অর্জন করে বাতিলের ষড়যন্ত্র মোকাবেলা করে লক্ষ্য অর্জনে আপোষহীন থাকতে হবে।
সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন,ভোট ও ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার দেশ বিরোধী চুক্তির মাধ্যমে ক্ষমতায় টিকিয়ে থাকতে বিদেশী প্রভুদের কাছে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করছে। রাজপথের আন্দোলনকে বেগবান করে জনগণের অধিকার আদায়ে ফ্যাসিস্ট সরকারের পতন করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন,জামায়াতে ইসলামী একটি আর্দশবাদী দেশপ্রেমিক দল হিসেবে নেতা-কর্মীদের লক্ষ্যপানে সকল ত্যাগ স্বীকার করে এগিয়ে যেতে হবে।
সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলকে তার দায়িত্ব পালনে ইনসাফের পরিচয় দিতে হবে। দায়িত্বশীলকে কথা শুনতে হবে এবং সিদ্ধান্ত দেয়ার সময় ইনসাফপূর্ণ হতে হবে। কারো প্রতি জুলুম করা যাবে না, তাকে সবসময় হক্বের উপর অটল থাকতে হবে।
তিনি বলেন, হযরত ইব্রাহিম (আঃ) যেমন আগুনকে ভয় পাননি ভয় পেয়েছে আল্লাহকে, তেমনি এ আন্দোলনের নেতা-কর্মীদের আল্লাহকে ভয় করে দুনিয়ার কোন রক্তচক্ষুকে উপেক্ষা করবে না। তিনি জামায়াতের জনশক্তিকে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে জমিনে নিজকে পেশ করার আহবান জানান।
চট্টগ্রাম অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান,জাফর সাদেক,মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সমাপনী বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুর রব মেহমানসহ ডেলিগেটদের ধন্যবাদ জানান এবং প্রত্যেক থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সংগঠন মজবুতি  ও দাওয়াতী কাজ বৃদ্ধির আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102