দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশীরা এখন থেকেই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।কোন কোন প্রার্থীর কর্মী সমর্থকেরা সোশ্যাল মিডিয়াতেও প্রচারণা চালাচ্ছেন।
কক্সবাজার-২(কুতুবদিয়া-মহেশখালী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনিত প্রার্থী বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও পরিবেশ বিজ্ঞানী ড.প্রফেসর আনসারুল করিম,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওসমান গণি,মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সি.সদস্য ও শাপলাপুর ইউনিয়ের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দু খালেক চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ সহ আরও অনেকের নাম শোনা যাচ্ছে।
অনেকেই জানান,বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ১০বছরে কুতুবদিয়া-মহেশখালীর অনেক উন্নয়ন করেছেন।মনোনয়ন দৌঁড়ে তিনি অনেকটা এগিয়ে।
তবে নৌকার মাঝি এবার কে হচ্ছে তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে দলটির নেতাকর্মীদের।