জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা বিবেচনায় কুতুবদিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এগিয়ে জুনাইদ।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা যুবলীগের আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদে এগিয়ে রযেছেন জুনাইদুল হক জুনাইদ। এমনটিই গুনজন শুনা যাচ্ছে উপজেলা জুড়ে।
বিভিন্ন সুত্র বলছে, এমাসে আসতে পারে যুবলীগের এই উপজেলার কমিটি। নতুন কমিটিকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বেশ উজ্জীবিত প্রত্যেক নেতাকর্মীরা। জেলা যুবলীগের আহবানে উপজেলা কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহী একাধিক প্রার্থী জেলা নেতৃত্বর নিকট তাদের সিভি জমা করেন।গত ১১মার্চ ২০২৩ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতে কুতুবদিয়া উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে কাউন্সিল অধিবেশনে কেন্দ্র থেকে কমিটি ঘোষনার সিন্ধান্ত হয়।
উপজেলা একাধিক নেতৃবৃন্দ বলছেন, সামনে আসন্ন জাতীয় নির্বাচন মাঠপর্যায়ে যারা কাজ করছেন এবং দলের সকল আন্দোলন সংগ্রামে ত্যাগ শিকার করে মাঠে রয়েছেন ও মেধাবী পরিক্ষিতদেরকেই মূল্যায় করবেন বলে আমরা আশাবাদী।
তথ্য নিয়ে জানা যায়,উপজেলা সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী যুবসমাজে ব্যাপক জনপ্রিয় জুনাইদুল হক জুনাইদ তৃর্ণমুল নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক মাঠে নৈতিকতা বাজায় রেখে সুক্ষ মেধায় সফলতার সাথে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন।ভালবাসা দিয়ে তৃর্ণমুল নেতাকর্মীদের সাথে স্থাপন করেছেন আত্নার সম্পর্ক,তিনি দীর্ঘদিন ধরে তৃর্ণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে সক্রিয় রাজনীতি করে আসছেন।তার রাজনীতির জীবনে কুতুবদিয়া সর্বস্তরের মানুষের ভালবাসা ও নেতাকর্মীদের কাছে বেশ সুনাম অর্জন করেছেন।তার কথা ও কাজে পরিলিক্ষিত হয় গভীর সম্মনয়,আর এসব মাপকাঠিতে সদালাপী ও মিষ্টভাষী যুবলীগ নেতা জুনাইদ সবচেয়ে এগিয়ে।
মাঠ পর্যায়ে পর্যালোচনা করে দেখা গেছে, উপজেলার উত্তর জোন-দক্ষিণ জোন এই এলাকা গুলো থেকে কমিটির গুরুত্বপূর্ণ পদ সভাপতি সাধারণ সম্পাদক পদ বন্টনের মধ্যে দিয়ে হতে পারে কমিটি।
তিনি উপজেলা যুবলীগের নেতাকর্মীদের নিয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রামে সক্রিয় রাজনীতি করে আসছেন।আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাছিনার হাতকে আরো শক্তিশালী করে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয় করতে তৃর্ণমুল নেতা কর্মীদের মাঠে ফেরাতে জুনাইদুল হক জুনাইদের কোন বিকল্প নেই।
উল্লেখ্য, সম্মেলনের ৫মাস পেরিয়ে গেলেও কমিটি না হওয়ায় হতাশ নেতাকর্মী সহ পদপ্রত্যাশীরা।