বগুড়া সান্তাহারে যুবলীগ নেতার উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ।
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শিবলুর উদ্যোগে ছিন্নমূল, হতদরিদ্র ও পথশিশুদের মাঝে প্রতি শুক্রবার খাবার বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৮সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে তিনি নিজ সংগঠনের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, রেল শ্রমিক লীগ ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ এলাকার কিছু ব্যক্তিদের নিয়ে সান্তাহার রেলস্টেশনে প্রায় ২৫০ জন পথশিশুসহ ছিন্নমুল ও হতদিরদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় শিবলু জানান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়, গরিব ও দুঃখী মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন ।এই ধারাবহিকতা বজায় রেখেই আমরা ছিন্নমূল পথশিশু ও হতদরিদ্রদের মাঝে প্রতি শুক্রবার খাবার বিতরণ করছি।
রেলওয়ে শ্রমিক নেতা নজরুল ইসলাম বলেন এই সব অসহায় দরিদ্র মানুষদের একবেলা পেট ভরে খাওয়াতে পেরে তিনি অনেক খুশি এবং এই ধারাবাহিকতা তিনি সারাজীবন বজায় রাখতে চান।
রেলওয়ে শ্রমিক লীগ নেতা কাঞ্চন কুমার বলেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। তিনি চেয়েছিলেন এদেশের মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চিত হবে। তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শে এই গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করি।
আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আশা করি আমাদের পাশে সমাজের বিত্তশালী লোকজন এই কার্যক্রম পরিচালনা করতে সহযোগিতা করবেন।