অসুস্থ বানরটি পরপর তিনদিন হাসপাতালে আসলো চিকিৎসা নিতে নিজেই।
শরীরে ক্ষত নিয়ে হাসপাতাল এলাকায় এসে ঘোরাঘুরি করতে থাকে বানরটি। চিকিৎসা নেওয়ার পর বনে ফিরে যায় সে। পরদিন আবার হাসপাতালে আসে ওই বানর। সোমবার (৪ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো হাসপাতালের সামনে আসে ওই বানর। আশ্চর্যজনক এ ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসে বানরটি। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় ও বন বিভাগকে খবর দেওয়া হয়। কিন্তু কারও সাড়া মিলেনি। রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে বানরটি আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এসময় চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন, ড্রেসিং শেষে ব্যান্ডেজ করে দেন ক্ষতস্থানে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বানরটি পুনরায় হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ এর তত্ত্বাবধানে স্বাস্থ্যকর্মীরা বানরটির ক্ষতস্থানের ব্যান্ডেজ পাল্টে দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও প্রাণি চিকিৎসকদের একটি দল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, তিনদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে বানরটি। সোমবারও এসেছে। ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে। এরপর বানরটি বনে ফিরে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যসংকটের কারণে বন থেকে লোকালয়ে চলে আসা বানরটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পিঠ, কোমড়ের নিচের অংশ ও চার পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে। চিকিৎসা নিতে বানরটি হাসপাতালের বারান্দার সিঁড়িতে এসে বসে থাকে। ড্রেসিং করার জন্য স্বাস্থ্যকর্মীরা এলে, বানরটি চুপচাপ থাকে। কাজ শেষ হলে আবার চলে যায়।