বগুড়া ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল (৪ সেপ্টেম্বর) বেলা পৌনে দুই ঘটিকার সময় লালমনি এক্সপ্রেস ট্রেন থেকে একশত বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রিতা আক্তার ইতি (৩৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হতি বেগম (৩৯) নওগাঁ সদর থানার চকদেব জনকল্যাণ পাড়ার স্বপন আলীর স্ত্রী ।
তার বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আগামীকাল মঙ্গল বার সকালে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে। সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে গতকাল (৪ সেপ্টেম্বর) সোমবার সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদ মাধ্যমে জানতে পেয়ে বেলা পৌনে দুই ঘটিকার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ট্রেনের ‘ঘ’ বগির সিটে বসা হতি বেগমের কাছে একটি ব্যাগের মধ্যে হলুদ কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় জোড়া লাগানো একশত বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেফতারকৃত আসামি হতি বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে আগামীকাল সকালে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হবে।