বগুড়ায় র্যাবের অভিযানে হত্যা মামলার এক মাত্র আসামি গ্রেফতার।
বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকার নার্গিস হত্যা মামলার একমাত্র আসামি আনারুল ব্যাপারীকে (৪০) গ্রেফতার করেছেন র্যাব-১২ বগুড়ার সদস্যরা।
গত শুক্রবার রাতে বগুড়া সোনাতলা উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব। গ্রেফতারকৃত আনারুল ব্যাপারি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ফলিয়াদিগর গ্রামের বাসিন্দা। শনিবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান শনিবার গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার একমাত্র আসামি আনারুল ব্যাপারিকে সোনাতলার কাবিলপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। আনারুলের স্ত্রী শারমিনের বড় বোন নার্গিস। নার্গিসের স্বামী রেজাউল করিমের প্ররোচনায় আনারুলকে তালাক দেয়। পরে নার্গিস ও রেজাউল মিলে শারমিনকে বিদেশে পাঠানোর চেষ্টা করছিলেন যাতে শারমিনের সাথে পুনরায় আনারুলের বিয়ে হওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যায়।
র্যাব সূত্রে জানা যায় এ ঘটনায় আনারুল ক্ষিপ্ত হয়ে গত ৩০ আগস্ট রাতে বাড়িতে ঢুকে নার্গিস এবং তার স্বামী রেজাউল করিমকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত শুক্রবার শাজাহানপুর থানায় একটি মামলা হয়। আনারুল নার্গিসকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেন। গ্রেফতার আনারুলকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।