সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণ ভোজের আয়োজন।

সাজেদুল ইসলাম বিশেষ প্রতিনিধি ভূঞাপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়।

 

গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক  ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়।
 গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও ভূঞাপুর পৌরসভা এর মেয়র জনাব,  মো:মাসুদুল হক মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র জনাব, মো: রকিবুর হক সানা।বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের মহিলা  চেয়ারম্যান আলিফ নুর মিনি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব, ইকরাম উদ্দিন তারা মৃধা। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ এর সদস্য জনাব আমিনুল ইসলাম আমিন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান ধর্মীয় শিক্ষক জনাব আলহাজ্ব  হযরত মাওলানা মোঃ শহীদুল ইসলাম।  অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102