রাউজান নোয়াপাড়ায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেজবান ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাউজান নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে গত ২৭ শে আগষ্ট রবিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও মেজবানের আয়োজন করা হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মদ পলক এবং রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসিন।
নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুলা আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, প্যানেল মেয়র বশির উদ্দিন, ইউসুফ আলি খান, সাজ্জাদ সেলিম, ভুপেশ বড়–য়া, সাহাবুদ্দিন আরিফ, বি এম জসিম উদ্দিন হিরু, রোকন উদ্দিন, আব্দুল জব্বার সোহেল, নিজাম উদ্দিন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন জাফর আহম্মদ , এস,এম মনজুর আহমেদ , শুভময় দাশ রাজু, জসিম উদ্দিন, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, রুবেল বৈদ্য সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। অনুষ্ঠানের প্রায় ১০ হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয়।