জয়পুরহাটে শোক দিবস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে- জয়পুরহাটে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের জয়পুরহাট সরকারি রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র্যালি বের হয়ে জয়পুরহাট শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়।পরে সেখানে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
এতে অন্যান্যের বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ নেতা অবসর চৌধুরী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন সহ অন্যান্যরা ।