সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :

নওরীনের মৃত্যু রসহ্য উন্মোচনে ফের ইবিতে মানববন্ধন।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
নওরীনের মৃত্যু রসহ্য উন্মোচনে ফের ইবিতে মানববন্ধন। 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী নওরীন নুসরাত স্নিগ্ধা’র রহস্যজনক মৃত্যুতে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ’ (ঐক্যমঞ্চ)।
শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জোট ‘ঐক্যমঞ্চ’।
এসময় ‘ঐক্যমঞ্চ’ এর আহবায়ক ইয়াশিরুল কবির সৌরভের সঞ্চালনায় বক্তব্য দেন রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) ইবি শাখার সভাপতি গোলাম রাব্বানী, আইইউমুনা’র সভাপতি নাহিদ হাসান, তারুণ্যের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, নওরীন নুসরাত এভাবে আত্মহত্যা করতে পারেনা। এর পিছনে কোন রহস্য রয়েছে। যে সব সময় আত্মহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিল। তার দ্বারা এ ধরনের কাজ হওয়া সম্ভব নয়। সে ছিল প্রতিবাদ মুখর একটি মেয়ে। তার মধ্যে ছিল রুচিশীল ও প্রগতিশীল চিন্তাধারা।
বক্তারা আরো বলেন, সদ্য বিয়ে হওয়া একটি মেয়ের কি এমন হলো যে, তাকে ঘরে আটকে রাখা হলো। বাবা মা থেকে বিচ্ছিন্ন করা হলো। এমনকি বাবা মা জামাইকে ফোন দিয়ে তার বাসায় মেয়ের কাছে যেতে চাইলে ৬টার পর আসতে বলা হলো। এগুলো কোন না কোন রহস্যের অংশ। এইসব রহস্যের উন্মোচন করে সুষ্ঠু বিচার দাবি করছি।
প্রসঙ্গত, গত ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন নওরীন। গত ৮ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে নওরীন ভাড়া বাসার ছয়তলা থেকে পড়ে মারা যায় বলে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102