সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

তরিকুল ইসলাম ফাহিম লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
লালপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল
 গুড়ি গুড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লালপুরে অমৃতপাড়া বাজারে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট২০২৩ ) সন্ধ্যায় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়েনের অমৃত পড়া, রহিমপুর ও বিশ্বম্ভপুর আওয়ামী লীগের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী শওকত হোসনের সভাপতিত্বে ও সুজন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল (অবঃ) রমজান আলী সরকার। রমজান আলী সরকার বলেন দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে।দেশের মানুষ শান্তি চায়।কিন্ত বিএনপি দেশের শান্তি বিনষ্ট করছে।জনগণই আওয়ামী লীগের শক্তি।জনগনকে নিয়েই বিএনপির ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করা হবে।সেই সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ।
আলোচনা সভার পূর্বে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, পরে তবারক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102