সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :

নরসিংদীতে সরকারি চাকরি পাওয়ায় একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা।  

মাহমুদুল হাসান লিমন,নরসিংদী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

নরসিংদীতে সরকারি চাকরি পাওয়ায় একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা।  

নরসিংদী জেলার মনোহরদি থানার অন্তগত। শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমী এর দুই জন কৃতি সন্তান।২০০৮ এবং ২০০৭ ব্যাচের। দুইজন শিক্ষার্থী। (রফিক আবেদিন, ৪১তম বিসিএস এ উপজেলা মাংস কর্মকর্তা) এবং( তানভীর ইসলাম নাহিদ, উপজেলা বন কর্মকর্তা) হিসেবে সুপারিশ প্রাপ্ত হলে । শাহাবুদ্দিন মেমোরিয়াল একাডেমীর সকল শিক্ষকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানায়।
একাডেমীর সিনিয়র ইংলিশ লেকচারাল হাবিবুল্লাহ বাহার স্যার। তিনি তাদের প্রসঙ্গে আরো বলেন। তারা অত্যন্ত সহজ, সরল, নম্র, ভদ্র,সদালাপী,ধার্মিক ও সাচ্চা মেধাবী শাহাবউদ্দিন মেমোরিয়াল একাডেমীর ২০০৮ এর ব্যাচ জিপএ -৫ পাওয়া ছাত্র রফিক আবেদীন ৪১ তম বিসিএস এ উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ২০০৭ ব্যাচ এর ছাত্র তানভীর ইসলাম নাহিদ উপজেলা বন কর্মকর্তা হিসাবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় একাডেমী পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের মোবারকবাদ জানাচ্ছি।
আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি প্রবল ইচ্ছা বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ সফল করে দেন। তোমরা আবারও প্রমাণ করলে শাহাবউদ্দিন একাডেমীর জয়যাত্রা এখনো থেমে যায়নি ইনশাল্লাহ চলছে চলবে।
প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের প্রতিটি সহকারী শিক্ষক কর্মচারী বিদ্যালয়ের ঐতিহ্যকে ধরে রাখার জন্য সচেষ্ট রয়েছে।আমাদের পেশা গত প্রশিক্ষন থেকে প্রাপ্ত মোটিভেশনাল অভিজ্ঞতা যেমন গান গাওয়া, অভিনয় করা, আবৃতি করা যাদু দেখানো মোরাল স্টরি উপস্হাপনা করে অমনোযোগী ছাত্র-ছাত্রী কে ক্লাশের প্রতি মনোযোগী করার বিষয়ে আমাদের শিক্ষকগন সদা সতর্ক রয়েছে।একজন আদর্শ শিক্ষকের সকল যোগ্যতা মনে প্রানে ধরে রাখার জন্য আমরা খুবই খেয়ালী।আমরা যখন প্রশিক্ষনে অংশগ্রহণ করি তখন আমাদের যোগ্যতা দিয়ে শ্রেষ্ঠ স্হান অর্জন করতে সফল হয়ছি।নিজে আদর্শ মানুষ হলে অন্যের আদর্শ মাপার যোগ্যতা অর্জন হয়।
সকল শিক্ষাীর্থর জীবনে প্রতিটি মুহূর্ত শুভকামনা করছি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102