ইবিতে রাজশাহী জেলা কল্যাণের ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত রাজশাহী জেলার শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের প্রধান ফটকে এর আয়োজন করে সংগঠনটি।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ স্কোরপ্রাপ্তের ভিত্তিতে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে ইংরেজী বিভাগের তাসনীম ইফফাত শিফা, ব্যবস্থাপনা বিভাগের আতিয়া তামান্না আভা এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ইদুল হাসান। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে পরিবেশ-বান্ধব গাছ ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় রাজশাহী জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লিখন মির্জা বলেন, রাজশাহী জেলা কল্যানের সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করবো।
যার অংশ হিসেবে আমরা বঙ্গবন্ধুকে নিয়ে শোকের মাসে কুইজ প্রতিযোগিতা আয়োজন করেছি। ভবিষ্যতে এই ধরনের আয়োজন অব্যাহত রেখে জেলা কল্যানকে অনুকরণীয় সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করতে আমরা সর্বোচ্চ প্রয়াস অব্যাহত রাখবো।