বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছেঃ ফখরুল।

প্রতিবেদকঃ শেখ মিজানুর রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছেঃ ফখরুল।

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা নিশ্চিন্ত থাকুন, পরিবর্তন আসছে। সত্যের, সুন্দরের ও গণতন্ত্রের জয় হবে।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রোববার (১৩ আগস্ট) এক আলোচনায়সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের কাজই হচ্ছে লুট ও চুরি করা। তারা এটাতে সফলও হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ জেগে উঠেছে। তত্ত্বাবধায়ক সরকার আসলে আওয়ামী লীগ যে ১০টি আসনও পাবে না, সেটা তারা ভালো করেই জানে।

তিনি বলেন, বিএনপির চলমান আন্দোলন থেকে দৃষ্টি সরাতে সরকার নতুন করে জঙ্গি অভিযানের ‘নাটক’ শুরু করছে। জঙ্গির কথা বলে পশ্চিমা বিশ্বকে জুজুর ভয় দেখাবে—এই যে দেখ বাংলাদেশে আমরা না থাকলে জঙ্গি নিয়ন্ত্রণ করা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এজন্য দেশের ভয়াবহ পরিস্থিতি। দেশের আত্মাটাও তারা নষ্ট করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনেরা প্রতি মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যু কামনা করে। খালেদা জিয়ার বর্তমান অবস্থায় পৃথিবীর যেকোনো সভ্য দেশের সরকার নিজে উদ্যোগী হয়ে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করত।

এ সময় আরাফাত রহমান কোকোর মৃত্যু রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, তিনি সঠিক চিকিৎসা পাননি। তার একমাত্র অপরাধ তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছেলে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102