বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুশ্রম নিরসনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত। চুলকাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ। সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত। এক পদে দুইবারের বেশি নয়; রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর। ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও নির্বাচনের প্রস্তাব। কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহী পাকিস্তান। রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন।

বাগেরহাট সদরে বাঁধ ভেঙে যাওয়ায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

তরিকুল মোল্লা, উপজেলা প্রতিনিধি বাগেরহাট।
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

বাগেরহাট সদরে বাঁধ ভেঙে যাওয়ায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বাগেরহাট সদরের ভদ্রপাড়ায় শুক্রবার (৪ঠা আগস্ট) দুপুরে জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে ভদ্রপড়া, বৈটপুর ও বেমরতা গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার।

 

অতিরিক্ত পানির কারণে ২০ থেকে ২৫ টি মাছের ঘের ও বেশ কিছু পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এর কারণে তিনটি গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের বসতবাড়িতে ও রান্নাঘরে পানি উঠে যাওয়ায় তারা রান্না-বান্না করতে পারছেন না। এতে এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

তাদের ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে, বাড়ির বাইরে বের হতে পারছেন না তারা। পুকুর, বাথরুম, উঠান, রান্নাঘর, বাগান সব পানিতে একাকার হয়ে গেছে। শিশু-বৃদ্ধদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। শিশুরা ঠিকমত স্কুলে যেতে পারছে না। গৃহপালিত পশু-পাখি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। দ্রুত সময়ের মধ্যে এই বাঁধ-টি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ জানিয়েছেন দড়াটানা ও ভৈরব নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। যেসব এলাকায় বেড়িবাঁধ নেই, সেসব এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানি কমে গেলে প্লাবিত হওয়া এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে রিং-বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।

এদিকে ভদ্রপাড়া, বৈটপুর ও বেমরতা ছাড়াও বাগেরহাট সদরের হাড়িখালি, মাঝিভাঙ্গা সহ বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকায় প্রায় সহস্রাধিক পরিবার পানি বন্দি রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102