বাগেরহাট সদরে বাঁধ ভেঙে যাওয়ায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
বাগেরহাট সদরের ভদ্রপাড়ায় শুক্রবার (৪ঠা আগস্ট) দুপুরে জোয়ারের পানিতে গ্রাম রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে ভদ্রপড়া, বৈটপুর ও বেমরতা গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার।
অতিরিক্ত পানির কারণে ২০ থেকে ২৫ টি মাছের ঘের ও বেশ কিছু পুকুর তলিয়ে মাছ ভেসে গেছে। বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। এর কারণে তিনটি গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেকের বসতবাড়িতে ও রান্নাঘরে পানি উঠে যাওয়ায় তারা রান্না-বান্না করতে পারছেন না। এতে এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
তাদের ঘরবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে গেছে, বাড়ির বাইরে বের হতে পারছেন না তারা। পুকুর, বাথরুম, উঠান, রান্নাঘর, বাগান সব পানিতে একাকার হয়ে গেছে। শিশু-বৃদ্ধদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। শিশুরা ঠিকমত স্কুলে যেতে পারছে না। গৃহপালিত পশু-পাখি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের বাসিন্দাদের। দ্রুত সময়ের মধ্যে এই বাঁধ-টি সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুম বিল্লাহ জানিয়েছেন দড়াটানা ও ভৈরব নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন নদী ও খালের পানি বৃদ্ধি পেয়েছে। যেসব এলাকায় বেড়িবাঁধ নেই, সেসব এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানি কমে গেলে প্লাবিত হওয়া এলাকাগুলোতে জরুরী ভিত্তিতে রিং-বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে ভদ্রপাড়া, বৈটপুর ও বেমরতা ছাড়াও বাগেরহাট সদরের হাড়িখালি, মাঝিভাঙ্গা সহ বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকায় প্রায় সহস্রাধিক পরিবার পানি বন্দি রয়েছে বলে জানা গেছে।