ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্র পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক।
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী গারো পাহাড়ের সৌন্দর্য মন্ডিত গজনী অবকাশ পর্যটন কেন্দ্র শনিবার সকালে পরির্দর্শন করেছেন নবাগত শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার । তিনি গজনীতে অবকাশে পৌছার সাথে সাথে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ।
গজনী কর্মচারী পরিষদ ও ট্রাইবাল ওয়েল ফেয়ারের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয় । এ সময় নবাগত জেলা প্রশাসক ঝুলন্ত ব্রিজ, চিড়িয়াখানা,গারো মা ভিলেজ, বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান ও ক্ষুদ্র-নৃ গোষ্ঠী জাদুঘর সহ অন্যান্য স্থাপনাগুলো পরিদর্শ করে সন্তষ্টি প্রকাশ করে আরো উন্নয়নের জন্যে সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনের সময় সৌন্দর্য ধরে রাখার জন্যে পরিস্কার পরিচ্ছন্নতা, দূর্ঘটনা এড়াতে প্রতিদিন ব্যাবহারিক সরঞ্জাম চেক করার জন্যে উপজেলার ইউএনওকে নির্দেশ প্রদান করেন। পরে বাকাকুড়া আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করে ফিরে যান শেরপুরে ।
পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন এডিসি জেনারেল মোক্তাদিরুল মামুন,এডিসি তোফায়েল আহাম্মেদ, ম্যাজিস্ট্রেট আসিফ রহমান সহ শেরপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।