নিজে অসুস্থ থেকেও এতিম মেয়ের বিয়েতে এগিয়ে এলেন মোহাম্মদ আলী চৌধুরী।
দিনাজপুরের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানশীল ব্যাক্তিত্ব মোহাম্মদ আলী চৌধুরী ঢাকায় দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ী ফিরেই দিনাজপুর শহরের এক এতিম মেয়ের বিয়েতে আর্থিক সহযোগীতা করে প্রমান করলেন তিনি এখনো সমাজের অসহায়, দরিদ্র, পরিবারের পাশে এখনো সহযোগীতার হাত বারিয়ে দেন।
এ ব্যাপারে সুবিধা গ্রহনকারী মোছাঃ কাজলী বেগম জানান, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে পরের বাসায় কাজ করে আমার এতিম মেয়ে মোছাঃ ইতি আক্তারকে পড়ালেখা করাই এবং পাশাপাশি হাতের কাজ সেখানোর জন্য দর্জি কাজ করিয়েছি। এর মধ্যে আমার মেয়ে সাবালিকা হওয়ায় আমি পারিবারিক ভাবে তার বিয়ের আয়োজন করি।
এতিম মেয়ে ইতির বিয়ে সম্পন্ন করার লক্ষ্যে আমি দিনাজপুরের একজন সমাজ সেবক মোহাম্মদ আলী চৌধুরীর কাছে যাই। তিনি আমাকে নগদ ৫ হাজার দিয়ে বলেন আমি তুচ্ছ একজন মানুষমাত্র আমি আর কি করতে পারি তবে যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু দিলাম। আমরা মোহাম্মদ আলী চৌধুরী সাহেবের বাসায় মেয়ের বিয়ে সম্পন্ন করতে আর্থিক সহযোগীতা চাইতে গেলে তিনি আমাদেরকে অতি আপন মনে করে বাসায় বসিয়ে নাস্তা করান এবং।
আমাদের হাতে টাকা তুলে দেন। আমরা মোহাম্মদ আলী চৌধুরীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ পাক যেনো তিনাকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর তৌফিক দেন।