হবিগঞ্জের বানিয়াচংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসা প্রতিষ্ঠান হতে জরিমানা আদায়।
মঙ্গলবার(১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন অনিয়মের কারণে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ সময় র্যাবের সদস্যরা ও উপস্থিত ছিলেন।
বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত রত্নাবাজার, বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়।
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে বড় বাজার বাপ্পী মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়, এ সময় একই বাজারের জননী ফার্মেসীকে ৫ হাজার, রত্মা বাজারের শেখ ট্রেডার্সকে সাড়ে ৩ হাজার,বিথঙ্গল হোটেলকে ২ হাজার, ভাই ভাই স্টোরকে ২ হাজার ও মীম স্টোরকে ১৫শ’ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক ম্যাজিস্ট্রেট দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি সজীব হাসান রাজ,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।