শেরপুরে র্যাবের অভিযানে হিরোইন ও গাঁজাসহ ২ মাদককারবারী গ্রেপ্তার।
শেরপুরে হেরোইন ও গাঁজাসহ মাজাহারুল ইসলাম(৩২) ও ফালু মিয়া (৩৭) নামে ২মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪ জামালপুর। ৯ ফেব্রুয়ারি বুধবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাজাহারুল শ্রীবরদী উপজেলার উত্তর খরিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে ও ফালু মিয়া শেরপুর সদর উপজেলার চৈতনখিলা গ্রামের নায়েব আলীর ছেলে। বুধবার রাত ৯ টায়
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল শ্রীবরদী উপজেলার ইন্দলপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ মাজাহারুল ইসলামকে এবং শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা বটতলা এলাকা থেকে ৩ কেজি ৫ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয় ফালু মিয়াকে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাজাহারুলের বিরুদ্ধে শ্রীরবদী থানায় ও ফালু মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন,
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।