বানিয়াচংয়ে টমেটো চাষে সফল কৃষক আক্কাস আলী।
বানিয়াচংয়ে টমেটো চাষে সফল কৃষক আক্কাস আলী(৩১)।প্রতিবছর কৃষি জমি থেকে টমেটোর পাশাপাশি ক্ষীরা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি চাষ করে পরিবারের চাহিদা পূরন করে অর্থ উপার্জন করে থাকেন।
একটা সময় কৃষক আক্কাস আলী খুবই দারিদ্র্যতার মধ্যে ছিলেন। পরে কৃষি থেকেই সফলতা খুঁজে পান তিনি। কৃষক আক্কাস আলীর এমন কৃষি বিপ্লবের পেছনে রয়েছে উনার কঠোর পরিশ্রম আর সরকারি ও বেসরকারি কৃষি কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা।
বানিয়াচংয়ের এই অঞ্চলের কৃষিতে রয়েছে সাফল্যগাঁথা।এখানকার উর্বর মাটিতে শাক-সবজি ভালো জন্মে।সরেজমিনে উপজেলার বিভিন্ন কৃষি জমি ঘুরে দেখা যায়,উপজেলার কৃষি জমিতে এখন শোভা পাচ্ছে টমেটো, শিম,বাঁধাকপি, ফুলকপি,লাউ,পালং শাক সহ অনেক রকমের সবজি।এই সবজি বানিয়াচংয়ের চাহিদা মেটানোর পাশাপাশি পাশ্ববর্তী উপজেলাগুলোতে ও বিক্রি হচ্ছে।
এতে ভালো মুনাফা অর্জনের মধ্যে দিয়ে আক্কাস আলীর মতো অনেক কৃষকই বেকারত্ব সমস্যা দূর করে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হচ্ছেন। সফলতার কারণ সম্পর্কে জানতে চাইলে কৃষক আক্কাস আলী(৩১) জানান, সরকারি কোনো সহযোগিতা ছাড়াই তিনি টমেটো চাষ শুরু করেন।স্বামী -স্ত্রী একত্রে কৃষি জমিতে ঘাম জড়িয়ে কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস আমাদের এই কষ্ট বৃথা যাবেনা। আমাদের ২.০০ একর জমিতে টমেটো চাষ করতে খরচ করতে হয়েছে লাখ টাকার মতো।আমরা আশাবাদী ভালো পরিবেশ আর ন্যায্য দাম পেলে প্রায় ২ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারব। এতে আমাদের লাভ হবে বলে আমরা আশাবাদী।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক জানান, গ্রামীণ পর্যায়ে কৃষকদের বিনামূল্যে উন্নত বীজ প্রদান এবং কীটনাশকমুক্ত ভালো ফলন উৎপাদনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে ।
এতে কৃষক ভালো ফলন অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরও জানান, বানিয়াচংয়ের কৃষক কঠোর পরিশ্রমী, নিয়মিত সঠিক পরামর্শ পেলে তারা কৃষিতে বিপ্লব সাধন করে দেশের কৃষিপণ্যের চাহিদা মেটাতে সক্ষম হবেন।