বানিয়াচংয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আট আসামি গ্রেপ্তার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার মধ্যরাতে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন, মারামারি মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামি ছাত্ত মিয়া,২বছরের সাজাপ্রাপ্ত ও ১০,০০০টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি রমজান মিয়া,১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকার অর্থদন্ড প্রাপ্ত আসামি কামাল উদ্দিন, ইমরান মিয়া,সেলিম মিয়া,জহুর আলি,ফজর উদ্দিন, মোঃ ছোলেমান। তাঁরা বানিয়াচং উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে মারামারি সহ একাদিক মামলার অভিযোগ রয়েছে।
বানিয়াচং থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেনের দিক নির্দেশনায় এই অভিযান চালিত হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন জানান,গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
এলাকায় চুরি,ডাকাতি,ছিনতাই, মারামারি,জুয়া, দাঙ্গা, প্রতিরোধে এমন অভিযান অভ্যাহত থাকবে।